লন্ডনে বসে তারেক অপরাজনীতি করছে : বিমানমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৭ এপ্রিল ২০১৮

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, লন্ডন থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়, দেশের কল্যাণে রাজনীতি করা যায় না। রাজনীতি করতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হবে।

শুক্রবার বিকেলে লক্ষীপুর সদর উপজেলা মান্দারী বাজারে অভ্যন্তরীণ জিসি সড়কের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, লন্ডনে বসে খালেদার দুর্নীতিবাজ ছেলে তারেক অপরাজনীতি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। এসবে এখন আর কাজ হবে না। জনগণের জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহজাহান আলী, মন্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না ও সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মান্দারী পোস্ট অফিস থেকে বটতলী জিপিএস পূর্ব করইতলা সড়ক, তেয়ারীগঞ্জ বৈরাগীর দোকান থেকে ধর্মপুর পর্যন্ত জিপিএস সড়ক ও সদরের ভবের হাট পুরান তেয়ারীগঞ্জ সড়কের উদ্বোধন করেন মন্ত্রী।

কাজল কায়েস/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।