চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:০৯ এএম, ২৮ এপ্রিল ২০১৮

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত, আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার রাতে দামুড়হুদা গোবিন্দহুদা গ্রামের ঈদগাহ মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাকির হোসেন। তিনি দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। আহত দুইজনের মধ্য একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা একই গ্রামের শরিফুল ইসলাম ও নাসির উদ্দিন।

জানা যায়, শুক্রবার রাতে জাকির হোসেনসহ তিনজন মিলে মোটরসাইকেল যোগে দামুড়হুদা জুড়ানপুর থেকে বাড়ি মুক্তারপুর গ্রামে ফিরছিল। পথিমধ্য গোবিন্দহুদা গ্রামে পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবু হাসান মো. ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেএইচ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।