ভোলায় ভয়াবহ আগুন, শত কোটি টাকার ক্ষতির শঙ্কা
শহরের চকবাজার, মনিহারী পট্টি ও খালপাড় সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার রাতের এ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে গেছে। দমকল বিভাগের ৮টি ইউনিট প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, রাত পৌনে একটার দিকে মনিহারী পট্টির একটি দোকানের সামনের অংশে ধোয়া দেখে থানায় খবর দেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দমকল বিভাগের দুটি ইউনিট সেটি নেভানোর চেষ্টা করে। কিন্তু ভোলার খালে পর্যাপ্ত পানি না থাকায় তাদের কাজ বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে অন্যান্য উপজেলার আরও ৬টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভায়।
আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সাধ্যমত সহায়তা করা হবে।
আাদিল হোসেন তপু/এফএ/এমএস