গোবিন্দগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬ জন হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০১ মে ২০১৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়া ছয় ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা এলাকায় একটি ট্রাক থেকে তাদের ফেলে দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবদুল হামিদ জাগো নিউজকে বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা চারজনকে ও হাইওয়ে পুলিশ দুইজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

এদের মধ্যে পাঁচজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- আশরাফুল (৩০), শিমুল (৪৫), শফিকুল (৪০), আলআমিন (৪০) ও রশিদুল (৩০)। তারা ঠিকমতো কথা বলতে পারছেন না। তবে বাড়ির কথা জানতে চাইলে তারা দিনাজপুর ও পঞ্চগড় জেলার নাম বলছে।

রওশন আলম পাপুল/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।