শিবচরে কালবৈশাখী ঝড়ে নিহত ১
মাদারীপুরের শিবচরে কালবৈশাখী ঝড়ে একটি মার্কেটের টিনের চালা খুলে পড়ে মজিদ ফকির (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার বাখরের কান্দী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় বাখরের কান্দী বাজার এলাকায় আনু মোড়ল মার্কেটের একটি দোকানে অবস্থান করছিলেন মজিদ ফকির। প্রচণ্ড ঝড়ে ওই দোকানের টিনের চালা খুলে পড়লে ঘটনাস্থলেই তার মৃ্ত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস