অস্ত্র-গুলিসহ চরমপন্থী দলের সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৩ মে ২০১৮

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি ও হত্যা মামলাসহ ১২টি মামলার আসামি চরমপন্থী দলের সদস্য আব্দুস সাত্তারকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুস সাত্তার উপজেলার পাইকপাড়া গ্রামের নিজম উদ্দীন মন্ডলের ছেলে।

আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুতফুল কবির জানান, বুধবার দিবাগত রাতে ওসি আবু জিহাদ মো.ফকরুল আলম খানের নেতৃত্বে একদল পুলিশ শহরের রেলস্টেশন সংলগ্ন পাকা রাস্তা থেকে আব্দুস সাত্তারকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ওয়ান শুটার গান ও ২ রাউন্ড বন্দুকের গুলি পাওয়া যায়।

আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান জানান, গ্রেফতারকৃত আব্দুস সাত্তার চরমপন্থীদলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ থানায় একডজন মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়।

সালাউদ্দিন কাজল/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।