আলীকদমে তক্ষকসহ তিনজন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৪ মে ২০১৮

বান্দরবানের আলীকদম থেকে তক্ষকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় ১৬ ইঞ্চি লম্বা একটি তক্ষকসহ নগদ ১২ লাখ টাকা ও ৪ লাখ টাকার একটি চেক উদ্ধার করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সুজিত দাশ সোহাগ এবং একই ইউনিয়নে মো. খলিল ও রেপারপাড়া বাজারের মো. রফিকুল ইসলাম।

স্থানীয়রা জানায়, সকালে তক্ষক বিক্রি করার জন্য সুজিত দাশ সোহাগ ও খলিল রেপারবাজারে চৌধুরী মো. রফিকুল ইসলামের বাড়িতে আসে। কিন্তু ১৮-১৭ ইঞ্চির পরিবর্তে ১৬ ও ১৩ ইঞ্চির তক্ষক দেওয়া-নেওয়া নিয়ে কথাকাটিতে জড়ায় তিনজনই। পরে তক্ষক বিক্রেতারা নগদ টাকা ও তক্ষক আটকে রাখলে মো. রফিকুল বিষয়টি থানায় জানান। পরে পুলিশ তক্ষক ও নগদ টাকাসহ ক্রেতা-বিক্রেতাকে আটক করে।

বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুস সালাম চৌধুরীকে ঘটনাটি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।

সৈকত দাশ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।