নড়াইল ছাত্রলীগের সভাপতি মুকুল, সাধারণ সম্পাদক বাঁধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ০৪ মে ২০১৮

আশরাফুজ্জামান মুকুলকে সভাপতি ও নিলয় রায় বাঁধনকে সাধারণ সম্পাদক করে নড়াইল জেলা ছাত্রলীগের ২ সদস্য বিশিষ্ট ১ বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.আর সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইন গত ২৭ এপ্রিল এ কমিটি অনুমোদন করেছেন। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী দ্রু পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান জেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক বাঁধন।

উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছিল নড়াইল জেলা ছাত্রলীগের কমিটি। ২০১৪ সালের ২৩ নভেম্বর সর্বশেষ জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দু’বছর পর ২০১৬ সালের ২০ নভেম্বর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। বর্তমান ছাত্রলীগের একাধিক নেতা এবার দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

হাফিজুল নিলু/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।