খালেদা জিয়া সনদধারী আগুন সন্ত্রাসী : ইনু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৬ মে ২০১৮
ফাইল ছবি

বেগম খালেদা জিয়াকে সনদধারী আগুন সন্ত্রাসী ও জঙ্গি ঘনিষ্ঠ সঙ্গী আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন শর্ত আরোপ করছে। তাই দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত দণ্ডিত এবং সনদধারী আগুন সন্ত্রাসীর পক্ষে ওকালতি করা মানে গণতন্ত্রকে অস্বীকার করা। তাই মনে রাখতে হবে নির্বাচন কোনো অপরাধীর দণ্ড মওকুফের বিনিময়ে বাণিজ্য নয়।

রোববার কুষ্টিয়ার মিরপুরে মাঠ দিবস উপলক্ষে আধুনিক যন্ত্র ব্যবহার করে ধান কাটার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেয়ার আগে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি কার্যত গণতন্ত্রের জন্য বিশ্বাসযোগ্য কোনো রাজনৈতিক দল নয়। বিএনপি, যুদ্ধাপরাধী, জামায়াত ও জঙ্গিবাদীরা এদেশে সাম্প্রদায়িক রাজনীতির মদদদাতা।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) নুরে আলম সিদ্দিক, জেলা জাসদের সভাপিত গোলাম মহসীন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, উপজেলা জাসদের সভাপতি মো. শরীফ, সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ স্থানীয় কৃষক ও জাসদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

আল-মামুন সাগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।