বান্দরবানে দুই বাঙালি সংগঠনের তিন দফা দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৮ মে ২০১৮

বান্দরবানে তিন দফা দাবিতে মানববন্ধন করেছে পাবর্ত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ নামে পাহাড়ের দুটি সংগঠন। মঙ্গলবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খাগড়াছড়িতে তিন বাঙালি অপহরণ ও সজীব হত্যার প্রতিবাদে এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও জেএসএসকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

মানববন্ধন চলাকালে নেতারা বলেন, পাহাড়ের কিছু সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ডের কারণে পাহাড়ের মানুষ অশান্তিতে রয়েছে। তারা বলেন, খাগড়াছড়িতে তিন বাঙালি অপহরণ ও সজীব হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও জেএসএসকে নিষিদ্ধ করুন। পাহাড়ে শান্তি বিনিষ্টকারীদের বিরুদ্ধে অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা সমন্বয়ক মিজানুর রহমান, ছাত্র নেতা হোসনে মোবারক ও সফিকুর রহমানসহ বান্দরবান জেলা পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙালি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, খাগড়াছড়ি উপজেলার মহালছড়ি থেকে অপহৃত তিন বাঙালিকে জীবিত উদ্ধার, সজিবের খুনিদের গ্রেফতার ও বিচার এবং জনসংহতি সমিতি, ইউপিডিএফসহ পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধের দাবিতে সোমবার রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হয়। তবে বান্দরবান হরতালের আওতামুক্ত ছিলো।

সৈকত দাশ/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।