বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল ব্যাহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:২৯ পিএম, ১০ মে ২০১৮
ফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, ভোর থেকে বৈরী আবহাওয়া কারণে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় দক্ষিণাঞ্চল থেকে নদী পার হতে আসা যানবাহন ও যাত্রীরা রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে চরম দুর্ভোগে পড়েন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রুহুল আমিন জানান, আবহাওয়া স্বাভাবিক ও নদী শান্ত হওয়ায় পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।

রুবেলুর রহমান/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।