লক্ষ্মীপুরে এক লাখ ৬০ হাজার চিংড়ি পোনা জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১০ মে ২০১৮

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা উপকূলে অভিযান চালিয়ে এক লাখ ৬০ হাজার চিংড়ি পোনা জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে চিংড়ি পোনা আহরণের সঙ্গে জড়িত মজুদদার আকরাম হোসেনকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী আটক ব্যক্তির ১৫ হাজার টাকা জরিমানা ও জব্দ করা চিংড়ি পোনা অবমুক্ত করেন। অভিযানকালে পোনা মজুদের ১৫টি দোকানঘর ভেঙে দেয়া হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রামগতি উপজেলার চর আলেকজান্ডার ও ওছখালী এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ৩৪০টি প্লাস্টিকের ড্রাম ও ৬১৯টি পাতিল ভর্তি এক লাখ ৬০ হাজার চিংড়ি পোনা জব্দ করা হয়। অভিযানকালে আটক আকরাম হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তিনি রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকার আবদুল গণির ছেলে।

রামগতি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কামাল হোসাইন বলেন, মেঘনা নদী থেকে একটি চক্র জেলেদের দাদন দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ ধ্বংস করে চিংড়ি পোনা আহরণ করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নদীরপাড়ের অস্থায়ী ১৫টি ঘর ভেঙে দেয়া হয়। পরে জব্দ পোনা মেঘনার আলেকজান্ডার এলাকা ও উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়।

কাজল কায়েস/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।