৫৯ চোরাই মোবাইলফোনসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:১১ পিএম, ১২ মে ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ৫৯টি চোরাই মোবাইল ফোনসহ চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কর্মমঠ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হলেন- শরীফ (২৫), বিল্লাল (২৩), লিটন (২৪) ও শাহাদাৎ (২৩)। গ্রেফতাররা আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা চোরাই মোবাইল কেনা-বেচা করেন বলে জানিয়েছে পুলিশ।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে কর্মমঠ এলাকায় অভিযান চালিয়ে ওই চার যুবককে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৯টি মোবাইলফোন জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।