জলদস্যু আসাফুর বাহিনীর দুই সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ১৪ মে ২০১৮

বাগেরহাটের সুন্দরবনের কুখ্যাত জলদস্যু আসাফুর বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে কোস্টগার্ড। সোমবার সকালে সুন্দরবনের কলাবগির খাল এলাকায় অভিযান চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্রসহ জলদস্যু তাজেল গাজি (৩২) ও জাকির সানাকে (৩০) গ্রেফতার করা হয়।

কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সুন্দরবনের কলাবগির খালে প্রবেশ করে কোস্টগার্ড বাহিনী।

কোস্টগার্ড সদস্যরা কালাবগির খালে প্রবেশ করলে খালের ভেতরে অবস্থানরত আসাফুর বাহিনীর সদস্যরা কোস্টগার্ড দলকে লক্ষ্যে করে গুলি চালায়। জবাবে কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে জলদস্যুরা পালানোর চেষ্টা করলে দুইজনকে ১টি বিদেশি বন্দুক, দুটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, ১২ রাউন্ড তাজা গুলি ও ৪টি অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করে কোস্টগার্ড।

কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক বলেন, গ্রেফতাররা খুলনা জেলার দাকোপ থানার কলাবগি এলাকার আব্দুর রশিদ গাজির ছেলে তাজেল গাজি ও একই এলাকার খোদা বক্সের ছেলে জাকির সানা। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

শওকত আলী বাবু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।