বান্দরবানে তিন ইয়াবা ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১৪ মে ২০১৮
প্রতীকী ছবি

বান্দরবানের লামায় তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে লামা বাজারের ছোট নুনারবিল এলাকার মার্মা পাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রুপন দাশ (৩৫), মো. আইয়ুব (২৮) ও মো. ফরিদ (২৪)।

স্থানীয় ও পুলিশ জানায়, ইয়াবা বিক্রেতা মো. আইয়ুব ও মো. ফরিদ নুনার বিল মার্মা পাড়ার স্বপন দাশের পানের দোকানে ইয়াবা বিক্রি করতে আসে।

এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ১৭৭ পিস ইয়াবাসহ দুই বিক্রেতাকে আটক করে। পরে ওই পানের দোকনে অভিযান চালিয়ে আরও কিছু ইয়াবা উদ্ধার করে পুলিশ। ইয়াবা রাখার দায়ে ওই পানের দোকানের মালিককেও আটক করা হয়।

লামা থানা পুলিশের ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, তিনজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

সৈকত দাশ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।