পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ১৫ মে ২০১৮
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পাানিতে ডুবে বিথি (৮) ও ওয়ালিদ (৫) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে উপজেলার পোড়াগাছা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু পোড়াগাছা ইউনিয়নের মো. ফিরোজ কবিরের সন্তান।

নিহতদের মামা সাহাব উদ্দিন চৌধুরী জানান, বিথি ও ওয়ালিদ নিজ বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন পানিতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ভাই-বোনের কেউ একজন পানিতে পড়ে গেলে অপরজন বাঁচাতে গিয়ে একই সঙ্গে তাদের মৃত্যু হয়।

রামগতি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক বলেন, ভাই-বোনের মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি মর্মান্তিক ও দুঃখজনক।

কাজল কায়েস/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।