বান্দরবানে দুই ভারতীয়সহ গ্রেফতার ৪
বান্দরবানের রুমা উপজেলায় দুইজন ভারতীয় দুই নাগরিকসহ চারজনকে গ্রেফতার করে পুলিশে দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার তাদের পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
গ্রেফতাররা হলেন- ভারতের মিজোরামের বাসিন্দা রতন ময় চাকমা (১৮), প্রিয় বিকাশ চাকমা (১৯), রাঙ্গামাটির পূর্ণ কুমার তংচঙ্গা (৩৬) এবং রুমা উপজেলার শৈহ্লা মং।
পুলিশ জানায়, রুমা বাজারে ভারতীয় দুই নাগরিকসহ চারজনের ঘোরাঘুরি সন্দেহজনক হলে সেনাবাহিনীর সদস্যরা তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৪৫ হাজার টাকা, ৩টি মোবাইল এবং ২৫টি মোবাইল চার্জার জব্দ করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
রুমা থানা পুলিশের ওসি শরিফুল ইসলাম বলেন, ভারতীয় দুইজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে এবং বাংলাদেশি দুইজনের বিরুদ্ধে চাঁদাবাজির পৃথক দুটি মামলা করা হয়েছে।
সৈকত দাশ/এএম/পিআর