হবিগঞ্জে বিপদসীমার ওপরে খোয়াই নদীর পানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১৮ মে ২০১৮

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার বিকেল ৫টায় জেলা শহরের মাছুলিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

এদিকে নদীর শহরের অংশের বাঁধে অনেক স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে শহরবাসীর মাঝেও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীতে পানি বাড়ছে। এছাড়া খোয়াই নদীর উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরায় বৃষ্টিপাত হওয়ার কারণেও নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার বিকেল ৫টায় নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বিষয়টি নিশ্চিত করে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন, নদীর পানি আরও খানিকটা বাড়তে পারে। তবে রাত থেকেই নদীর পানি কমতে শুরু করবে বলে আশা করছি। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো ইতিমধ্যেই সংস্কার করা হয়েছে। বাঁধের সে অংশগুলোসহ সব স্থান পর্যবেক্ষণে রয়েছে। কোথাও কোনো সমস্যা হবে না।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।