স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৯ মে ২০১৮
ছবি-ফাইল

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আবদুল মান্নান (১৬) নামে এক স্কুলছাত্রেরর মরদরহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার সেজামুড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে উপজেলার কালাছড়া গ্রামের আবদুল করিমের ছেলে ও কালাছড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে স্থানীয় রূপা নদীর পাড় থেকে কাটা ধান আনার পথে পাহাড়ি ঢলে তলিয়ে যায় মান্নান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে সেজামুড়া এলাকার রেললাইনের পার্শ্ববর্তী ডোবায় মান্নানের মরদেহ ভেসে ওঠে।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছে।

আজিজুল সঞ্চয়/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।