ফতেহপুর ওভারপাসের আরও এক লেন খুললো

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:০০ পিএম, ২০ মে ২০১৮

ফেনীর ফতেহপুর ওভারপাসের আরও এক লেন খুলে দেয়া হয়েছে। রোববার বিকেলে ঢাকামুখী এ লেনটি খুলে দেন নির্মাণ কাজে নিয়োজিত থাকা সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্যাটেলিয়ন সদস্যরা।

এ সময় ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক আবদুল আউয়ালসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনীর ফতেহপুরের ৮৬ দশমিক ৭৯ মিটার দৈর্ঘ্যের এ ওভারপাসটির নির্মাণ কাজ শুরু হয় ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে। ১০০ কোটি টাকা ব্যয়ে ‘শিপো পিবিএল লিমিটেড’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ফেনীর ফতেহপুরে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ওপর ওভারপাস নির্মাণ কাজ শুরু করে। চুক্তিতে তিন বছররের মধ্যে ওভারপাস নির্মাণ কাজ শেষ করাতো দুরের কথা চার বছর চার মাসে অর্ধেকেরও কম কাজ সম্পন্ন করেছে তারা। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২০১৭ সালের ডিসেম্বরে ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্মাণের দায়িত্ব দেন। বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের সহায়তায় আল আমিন কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান এটি বাস্তবায়ন করছে।

সূত্র আরও জানায়, ওভার পাসের অ্যাপ্রোচ রোডের দৈর্ঘ্য ৭৫৫ মিটার, এর মধ্যে ঢাকার দিকে ৩৪৭ মিটার, চট্টগ্রামের দিকে ৪০৮ মিটার। এছাড়াও ওভারপাসে ৩০টি গার্ডার, ৮টি পিলার ও ৪৯০টি পাইল রয়েছে। প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১০৫ কোটি ৭ লাখ টাকা।

ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন কন্সট্রাকশনের প্রকল্প প্রধান মোহাম্মদ মহিউদ্দিন বলেন, যানযট এড়াতে রাজধানী ঢাকামুখী এ ওভারপাসের আরও একটি লেন খুলে দেয়া হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ এগিয়ে চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই পুরো ওভারপাসটি খুলে দেয়া সম্ভব হবে।

রাশেদুল হাসান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।