চালু হলো ফতেহপুর ওভারপাসের আরেক লেন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুরে রোববার নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের ঢাকামুখী আরেকটি লেন চালু করা হয়েছে। বর্তমানে দুই লেন দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী গাড়ি চলাচল করছে। এর আগে গত ১৫ মে এই ওভারপাসের চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি লেন চালু করা হয়েছিল।
চার লেনের এই রেলওয়ে ওভারপাসের অপর দুটি লেনের কাজ চলামান থাকায় ঢাকা থেকে চট্টগ্রামের গাড়িগুলো ওভারপাসের নিচ দিয়ে পুরোনো সড়ক হয়ে চলাচল করছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের কাজ চলামান থাকায় গত ৯ মে থেকে এ মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করেছিল। ওই দিন যানবাহনের সারি কুমিল্লার পদুয়া বাজার থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড পর্যন্ত ১২০ কিলোমিটার ছাড়িয়ে যায়। গত ১৪ মে মহাসড়কের ফেনী অংশে যানজট স্বাভাবিক হয়।
এই ওভারপাস নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান আল আমিন কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার মীর্জা মহিউদ্দিন জানান, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিগ্রেডের ২০ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সহযোগিতায় ৬০ কোটি ৫১ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে ৮৪৫ মিটার দৈর্ঘ্য ও ২২ মিটার প্রস্থের রেলওয়ে ওভারপাসটি নির্মাণ হচ্ছে। ওভারপাসটির অ্যাপ্রোচ রোডের দৈর্ঘ্য ৭৫৫ মিটার। এর মধ্যে ঢাকার দিকে ৩৪৭ মিটার ও চট্টগ্রামের দিকে ৪০৮ মিটার রয়েছে।
এফএ/পিআর