স্ত্রীর যৌতুক মামলায় গ্রেফতার এলজিডির কর্মচারী
বান্দরবানের থানচি উপজেলায় স্ত্রীর যৌতুকের মামলায় এলজিইডির কর্মচারী রোকন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপজেলা কার্যালয়ের কর্মচারী।
স্ত্রী রাজিয়া সুলতানার মামলার বিবরণীতে জানা যায়, রোকন মিয়া তার স্ত্রীর কাছ থেকে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গত বৃহস্পতিবার স্ত্রী রাজিয়া সুলতানাকে মেরে রক্তাক্ত করেন স্বামী।
একপর্যায়ে রাজিয়া অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। পরে রাজিয়া নিজে বাদী হয়ে রোকন মিয়ার বিরুদ্ধে থানচি থানায় মামলা করেন।
থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর সাত্তার ভূঞা জানান, স্ত্রী রাজিয়া সুলতানার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। স্ত্রী নির্যাতনের প্রমাণ মিলেছে। তাই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
সৈকত দাশ/এএম/আরআইপি