মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বে হত্যা, ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোণা
প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৩ মে ২০১৮
ছবি-প্রতীকী

নেত্রকোণার কেন্দুয়ায় রুবেল মিয়াকে হত্যার দায়ে বুধবার দুপুরে ৪ জনকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা। সেইসঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কেন্দুয়া উপজেলার উলোহাটী গ্রামের স্বপন, জুয়েল, রাজধর ও এরশাদ মিয়া।

জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইফুল আলম প্রদীপ জানান, আসামিরা একটি মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ৬ আগস্ট রুবেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। পরে মরদেহ উলোহাটি গ্রামের চাঁন মিয়ার বীজতলায় ফেলে রাখে। ঘটনার তিনদিন পর ৯ আগস্ট রুবেলের বাবা হাসিম উদ্দীন বাদী হয়ে স্বপনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের আসামি করে কেন্দুয়া থানায় হত্যা মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে জুয়েলের স্বীকারক্তিমূলক জবানবন্দিতে ২০১৬ সালের ১৪ জানুয়ারি ৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ৯ জন স্বাক্ষীর স্বক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় প্রদান করেন।

কামাল হোসাইন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।