শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২৩ মে ২০১৮

লক্ষ্মীপুরের রায়পুরে তৃতীয় শ্রেণির এক শিশু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আবদুল মতিন (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বামনী ইউনিয়নের পশ্চিম সাগরদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার স্থানীয় একটি গ্রামে ২০ টাকা দিয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে আবদুল মতিন। এ সময় ছাত্রী চিৎকার দিলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় তার মা বাদী হয়ে তাকে আসামি করে থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে পরীক্ষা নিরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, ‘পুলিশ ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে এসেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে ধারণা করা হচ্ছে, তাকে যৌন হয়রানির চেষ্টা করা হয়েছে। তবে এ টি ধর্ষণের ঘটনা নয় ’।

এ বিষয়ে রায়পুর থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুল রহমান মিয়া বলেন, শিশুর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

কাজল কায়েস/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।