ঝালকাঠিতে স্ত্রী-সন্তান হত্যায় যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২৪ মে ২০১৮

ঝালকাঠিতে স্ত্রী ও শিশু সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় করা মামলায় কমলকৃষ্ণ শীল নামে এক স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত কমলকৃষ্ণ শীল সদর উপজেলার রামপুর গ্রামের অতুল চন্দ্র শীলের ছেলে।

জানা গেছে, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে কমল কৃষ্ণ শীল তার স্ত্রী রিতা রানী শীল ও সাত বছরের শিশু কন্যা বৃষ্টি রানী শীলকে গলাকেটে হত্যা করে। পরে ঝালকাঠি থানায় গিয়ে স্ত্রী ও কন্যা সন্তানকে হত্যা করার কথা স্বীকার করে আত্মসমর্পণ করে কমল কৃষ্ণ শীল।

এ ঘটনায় নিহত রিতা রানী শীলের মা প্রিয় রানী শীল বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা করেন। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় কমলের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন বিচারক।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।