ককটেলসহ ৩ জামায়াত নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৫ মে ২০১৮
প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুর থেকে ককটেল ও জিহাদি বইসহ উপজেলা জামায়াতের তিন নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার নিমতলা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলা জামায়াতের আমির আব্দুল গফুর (৬০), সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম (৫৫) ও স্থানীয় জামায়াত নেতা শফি মোল্লা (৫০)।

মিরপুর থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান জানান, সকালে নিমতলা বাজারে গোপন বৈঠক করার সময় পাঁচটি ককটেল ও বিপুল পরিমাণ জিহাদি বইসহ তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আল-মামুন সাগর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।