ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফাইল ছবি
ফেনীতে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক (২৫) নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের কালিদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই দিন সকালে রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশের ধারণা চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন অঙ্গ থেতলে গেছে।
ফেনী জিআরপি পুলিশের ইনচার্জ আবদুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এফএ/এমএস