সিদ্ধিরগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ৩১ মে ২০১৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ঢাকার যাত্রাবাড়ী মোড় থেকে বুধবার রাত সোয়া ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শামীম (৩৫), রাজা মিয়া (৪৮), শ্রীকান্ত বাদল মল্লিক ওরফে বাদল দাশ (৫৫), মাসুদ (৪০) ও কালাম (৪২)।

বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, ১০/১২ জনের সক্রিয় ডাকাত সদস্যের পরবর্তী টার্গেট ছিল চট্টগ্রামের লাকী প্লাজা ও সিঙ্গাপুর মার্কেট। এর আগে এ ডাকাত চক্র রাজধানী ঢাকা ছাড়াও খুলনা, সাভারসহ বিভিন্নস্থানের অসংখ্য জুয়েলারি দোকানে ডাকাতি করেছিল।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১০ মার্চ সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডস্থ হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটের নদভী জুয়েলার্স ও ক্রাউন জুয়েলার্সে সংঘটিত দুর্ধর্ষ ও চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় র্যাব ১১ এর একটি দল তদন্ত শুরু করে। র‌্যাবের ওই দল ২৬ এপ্রিল ডেমরা থানার কোনাপাড়া এলাকা থেকে কাউসার ওরফে মাস্টার নামের সংঘবদ্ধ জুয়েলারি ডাকাত চক্রের ১ সদস্যকে ডাকাতি করা স্বর্ণালংকারসহ গ্রেফতার করে। গ্রেফতার কাউসার হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত ছিল মর্মে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গ্রেফতাররা ডাকাতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে, ১০ মার্চ গ্রেফতার শামীমের পরিকল্পনায় দুই মাসের প্রস্তুতি নিয়ে সংঘবদ্ধ জুয়েলারি ডাকাত চক্রটি হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে দুটি স্বর্ণের দোকানে ডাকাতি করে। পরিকল্পনা মতে ডাকাত চক্রের সদস্য কালাম, খালিদ ও মাসুদ ভুয়া নাম ঠিকানা দিয়ে মার্কেটে নৈশ প্রহরীর চাকরি নেয়। রাতে বাকী নৈশ প্রহরীদের শরবতের সঙ্গে নেশা জাতীয় ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে মার্কেটের সিসি ক্যামেরার লাইন কেটে দেয়। তারপর ডাকাত চক্রের তালা ভাঙ্গায় পারদর্শী ও ভল্ট আনলক স্পেশালিস্ট রাজা মিয়া ও বাদল মল্লিক মার্কেটে প্রবেশ করে। ক্রাউন ও নদভী জুয়েলার্সের তালা কেটে ও ভল্ট খুলে দোকানের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। ডাকাত চক্র মুন্সীগঞ্জের শ্রীনগরে হাসাড়া এলাকায় রাজা মিয়ার বাড়িতে গিয়ে লুন্ঠিত স্বর্ণালংকার ও টাকা ভাগাভাগি করে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার শামীম, রাজা মিয়া ও বাদল মল্লিক দেশের অন্যতম শীর্ষ পেশাদার ব্যাংক ও জুয়েলারি ডাকাত। এই সংঘবদ্ধ ডাকাত চক্র রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ব্যাংক ও জুয়েলারি ডাকাতির সঙ্গে জড়িত।

হোসেন চিশতী সিপলু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।