সমাজ থেকে মাদক সমূলে উৎপাটন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০১ জুন ২০১৮

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর ভয়াবহতা গ্রামেও ছড়িয়ে পড়েছে, ক্যান্সারে রুপ নিয়েছে। মাদক নামের এই ক্যান্সার উৎখাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছেন। এই যুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে কোনও রাজনীতি নেই। কাউকে ছাড় দেয়া হবে না। সমাজ থেকে মাদক সমূলে উৎপাটন করা হবে।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর জন্মস্থান সিরাজগঞ্জের কুড়িপাড়া গ্রামে নিম্নবিত্ত-অসহায় মানুষের জন্য আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

এই কুড়িপাড়া গ্রামে শৈশব কেটেছে বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর সিরাজগঞ্জের মাটি ও মানুষের নেতা শহীদ এম মনসুর আলীর। সেই মাটিতে ইফতার মাহফিলে তার পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন ও তার শৈশবকালের কয়েকজন সহপাঠীসহ এলাকার নিম্নবিত্ত ও অসহায় গরীব মানুষ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে যোগ দেবার আগে শহীদ এম মনসুর আলীর ভিটেমাটিতে পারিবারিক অর্থায়নে আধুনিক স্থাপত্যশৈলীর নির্মাণাধীন ‘মনসুর আলী স্মৃতি’ মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এ সময় তার সঙ্গে সিভিল সার্জন ডা. কাজী মামীম হোসেন, এইচইডি’র নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন,উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, শফিকুল ইসলাম, মিজানুর রহমান দুদু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।