জয়পুরহাটে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০১ জুন ২০১৮
প্রতীকী ছবি

জয়পুরহাট জেলা কারাগারের বিপেন মহন্ত (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে জেলা আধুনিক হাসপাতালে তার মৃত্যু হয়। বিপেন মহন্ত আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত কার্তিক মহন্তর ছেলে।

জয়পুরহাট জেলা কারাগারের জেলার তারেক কামাল জানান, জয়পুরহাট কারাগারে আটক মাদক মামলার আসামি বিপেন বুকের ব্যথা ও শ্বাস কষ্টে আক্রান্ত হলে তাকে শুক্রবার সকালে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে বিপেনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

রাশেদুজ্জামান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।