রামগঞ্জে মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ০২ জুন ২০১৮

অর্থ আত্মসাতের অভিযোগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কচুয়া আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ আজাদ হোসেন ভূঁইয়ার অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে তারা ক্লাসবর্জন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। পরে মাদরাসা পরিচালনা কমিটির জরুরি সভায় অধ্যক্ষের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির তথ্য প্রকাশ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ২০০৩ সালের ২০ অক্টোবর কচুয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ হিসেবে যোগদান করেন আজাদ হোসেন ভূঁইয়া।

অভিযোগ রয়েছে, এরপর থেকে তিনি ভুয়া বিল-ভাউচার, স্বাক্ষর জালিয়াতি, প্রতিষ্ঠান কল্যাণ ট্রাস্ট, গোবরা ফান্ড ও শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের টাকা অবৈধভাবে উত্তোলনসহ ১৮ লাখ টাকা আত্মসাৎ করেন। এর মধ্যে প্রতিষ্ঠানের সম্পত্তি বিক্রি, উপবৃত্তির ভর্তুকি, দোকানঘর ভাড়া ও পুকুর ইজারার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

দরবেশপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মো. ইলিয়াছ বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তার কারণে এখানে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের পাঠদানসহ পড়ালেখায় বিরুপ প্রভাব পড়ছে।

jagonews24

এ ব্যাপারে অধ্যক্ষ আজাদ হোসেন ভূঁইয়া বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয়। একটি পক্ষ পরিকল্পিতভাবে অপ-প্রচার চালাচ্ছে।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন বলেন, অধ্যক্ষের অনিয়মের অভিযোগে আগেও তাকে শোকজ করা হয়েছিল। এখন আবার নতুন করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে শিক্ষকদেরকে নির্দেশ দেয়া হয়েছে।

কাজল কায়েস/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।