বুনো হাতির পায়ে প্রাণ গেল স্ত্রীরও
বান্দরবানের লামা উপজেলায় বুনো হাতির আক্রমণে সাকেরা বেগম পাখি (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। ১২ বছর আগে একইভাবে তার স্বামীকেও প্রাণ দিতে হয়েছিল।
শনিবার মধ্যরাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকা পাগলীর আগায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানিয়েছেন, সাকেরা বেগম মাঝরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে উঠানে বের হলে বন্যহাতির কবলে পড়েন। পরে বুনো হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
রোববার সকালে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থল থেকে সাকেরার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে পরিষদের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতা করা হবে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সৈকত দাশ/এফএ/জেআইএম