সিরাজগঞ্জে বিড়ি শ্রমিকদের সমাবেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ০৩ জুন ২০১৮

সিরাজগঞ্জে বিড়ি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা ও সিগারেটের সঙ্গে বৈষ্যম্যমূলক শুল্কনীতি না করার দাবিতে সিরাজগঞ্জে বিড়ি শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১২টার থেকে স্বাধীনতা স্কয়ার চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, পাকিস্তান আমল থেকে বিড়ি শিল্পের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। সিগারেটের কোম্পানিগুলোর সঙ্গে বৈষম্যমূলক শুল্কনীতির কারণে এ শিল্পটি এখন মুখ থুবড়ে পড়ছে। বাংলাদেশে বিড়ি শিল্পের সঙ্গে জড়িত ২৫ লক্ষ শ্রমিকের জীবন জীবিকা হুমকির মুখে রয়েছে। অবিলম্বে ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে ঘোষণা, প্রতি হাজার বিড়ির ওপর ১৪ টাকা ট্যাক্স নির্ধারণ, ২০ লক্ষের নিচে বিড়ি উৎপাদন হলে ট্যাক্স মওকুফ করার দাবি জানান বক্তারা।

Sirajgonj

সিরাজগঞ্জ জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাংগঠনিক সম্পাদক হারিফ হোসেন, সদস্য শামীম ইসলাম, জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, সিরাজগঞ্জ জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর হোসেন, বগুড়া জেলার শেরপুর উপজেলা সাধারণ সম্পাদক শুভ সরকার, পাবনার ঈশ্বরদী উপজেলা আহ্বায়ক শহীদুল ইসলাম ও উল্লাপাড়া উপজেলার সভাপতি আবুল হোসেন প্রমুখ।

সমাবেশে সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া জেলার বিড়ি শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দুপুরের দিকে কাস্টমস ও ভ্যাট অফিসের বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দেয়া হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।