নেত্রকোনায় মাদকসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১২:২১ পিএম, ০৪ জুন ২০১৮

নেত্রকোনায় পৌর শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও দেশিয় মদসহ একাধিক মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১৬ গ্রাম হেরোইন, ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪ লিটার দেশিয় মদ উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- শহরের রাজুরবাজার এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. মোখলেসুর রহমান (৪৫), পশ্চিম কাটলি এলাকার আব্দুল হালিমের ছেলে ওমর ফারুক (২৫), মঈনপুর এলাকার আবুল বাশারের ছেলে মো. এরশাদ (৩২), মালনী ঋষিপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. সুরুজ মিয়া (৪০) ও মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মৃত বিনয় রবি দাসের ছেলে মন্টু রবি দাস (৫৫)।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান জানান, গ্রেফতাররা প্রত্যেকে তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। আবারও নতুন করে মামলা দায়ের করে সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হবে ।

কামাল হোসেন/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।