কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৪ জুন ২০১৮
ছবি-প্রতীকী

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রীকে হত্যার দায়ে মুকুল মিয়া (৩২) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা জজ আদালতের বিচারক আখতার-উল-আলম এ রায় দেন। রায়ে মামলায় অপর চার আসামিকে খালাস দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের অক্টোবর মাসে নাগেশ্বরীর মেছনীর পাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে তানিয়া আক্তার তানির (২২) সঙ্গে পার্শ্ববর্তী নীলুরখামার চুরুয়াটারী গ্রামের সোহরাওয়ার্দি মিয়ার ছেলে মুকুল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে দাম্পত্য কলহ লেগেই ছিল। বিয়ের ৮ মাসের মধ্যে ২০১৪ সালের ২০ জুন ভোর ৬টার দিকে তানিয়া আক্তারের গলাকাটা মরদেহ মুকুল মিয়ার ঘরে পাওয়া যায়। এনিয়ে মুকুল মিয়া, তার বাবা ও দুই ভাইসহ পাঁচজনকে আসামি করে ২০১৪ সালের ২০ জুন মামলা দায়ের করা হয়। দীর্ঘ পাঁচ বছর মামলা চলার পর আজ এ মামলার রায় হলো।

আসামিপক্ষে অ্যাডভোকেট মুহাম্মদ ফকরুল আলম এবং রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন মামলাটি পরিচালনা করেন।

নাজমুল হোসাইন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।