খাগড়াছড়ি ছাত্রদলের নেতৃত্বে সুমন-জাহেদ
খাগড়াছড়ি জেলা যুবদলের সুপার ফাইভ (আংশিক) কমিটি ঘোষণার তিন দিনের মাথায় মো. শাহেদুল ইসলাস সুমনকে সভাপতি ও মো. জাহেদুল আলমকে সাধারণ সম্পাদক করে খাগড়াছড়ি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মো. মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল হাসান এ কমিটির অনুমোদন দেন।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সুপার সিক্স কমিটিতে নুরশাদ হোসেন বাপ্পিকে সিনিয়র সহ-সভাপতি, মো. একরাম হোসেন রানাকে সাংগঠকি সম্পাদক, আবুল রাসেল ও আনিছুল আলম অনিককে যুগ্ম-সম্পাদক করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১১ সালের ২৫ জুলাই মো. কামাল উদ্দিন দীপ্তকে সভাপতি ও মো. ইব্রাহিম খলিলকে সাধারণ সম্পাদক করে সর্বশেষ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রদল।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/এমএস