জয়পুরহাটে বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০৫ জুন ২০১৮
প্রতীকী ছবি

জয়পুরহাট সদর উপজেলার তাজপুর গ্রামে বজ্রপাতে রুমকি পাহান (৩০) নামের এক আধিবাসী নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

মৃত রুমকি জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামের সুজন পাহানের স্ত্রী। আহতরা হলেন- বড়তাজপুর গ্রামের দীলিপের স্ত্রী সুমারি (৩৫) একই গ্রামে শুশীল সর্ব স্ত্রী সুমিতা (২৮)।

জয়পুরহাট সদর থানা পুলিশের ওসি সেলিম হোসেন জানান, মঙ্গলবার বিকেলে বৃষ্টিপাতের সময় রুমকি ও তার দুই জন প্রতিবেশী মাঠে ধান কাটছিলেন।

এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই রুমকির মৃত্যু হয়। এ ঘটনায় রুমকির সঙ্গে থাকা সুমারি ও সুমিতা নামে আরও দুইজন প্রতিবেশী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

রাশেদুজ্জামান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।