মাদারীপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৬ জুন ২০১৮
ছবি-ফাইল

মাদারীপুরের কালকিনিতে বিষধর সাপের কামড়ে মো. আজাদ খান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজাদ খান উপজেলার বালীগ্রাম এলাকার বালীগ্রাম গ্রামের আলী আজম খানের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বালীগ্রাম বাজার থেকে আজাদ খান বাড়ি ফিরছিলেন। এ সময় একটি বিষধর সাপ এসে তার পায়ের ওপর কামড় দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন সাপের কামড়ে আজাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একেএম নাসিরুল হক/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।