সিদ্ধিরগঞ্জে গাড়িচাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:৪২ এএম, ০৯ জুন ২০১৮
ছবি-প্রতীকী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, অটোরিকশার চালক নরসিংদীর রতন মিয়ার ছেলে মনির হোসেন (৩০) ও যাত্রী শরীয়তপুরের চান মিয়া মৃধার ছেলে মাহবুব আলম (২৯)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক নাছির আহমেদ জানান, ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই অটোচালক ও এক যাত্রী নিহত হন।

শিপলু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।