ঝালকাঠিতে ১০ টাকা কেজির চালসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৯ জুন ২০১৮

ঝালকাঠিতে ১০ টাকা কেজির চালসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে ঝালকাঠির নতুল্লাবাদ ইউনিয়নের চাকলার বাজারের একটি দোকান থেকে চাল জব্দ ও তাদের গ্রেফতার করা হয়। আটকরা হলেন- নতুল্লাবাদ ইউনিয়নের নৈয়ারী গ্রামের চালের ডিলার নাসির উদ্দিন ও ব্যবসায়ী কামাল ফকির।

পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের ৪৬০ কেজি চাল ঝালকাঠির চাকলার বাজারের ব্যবসায়ী কামাল ফকিরের দোকানে মজুত অবস্থা পাওয়া য়ায়। গোপন সংবাদে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে চালসহ ব্যবসায়ীকে নাসির উদ্দিন ও কামার ফকিরকে আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আতাহার মিয়া জানান, এ চাল বাইরে ক্রয় বিক্রয় সম্পূর্ণ বেআইনি। তাই ব্যবসায়ীর ডিলারশিপ বাতিল করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য চালসহ আটকৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মো. আতিকুর রহমান/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।