নেত্রকোণায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোণা
প্রকাশিত: ০৮:৩০ এএম, ১০ জুন ২০১৮

নেত্রকোণা সদরের ঠাকুরাকোণার বটতলী এলাকা থেকে একটি রিভলবার ও দুইশ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

নেত্রকোণা সদর থানার সার্কেল অফিসার ফখরুজ্জামান জুয়েলের নেতৃত্বে মডেল থানার ওসি বোরহান উদ্দিন খান অভিযান চালিয়ে শনিবার রাতে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতাররা হলেন- নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার টেংগাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. রাব্বি আহমেদ সুমন (৩১) ও একই গ্রামের চিত্ত রঞ্জন রবি দাসের ছেলে পলাশ রবিদাস (২৭)।

ওসি বোরহান উদ্দিন খান জানান, সুমনের বিরুদ্ধে ৯টি ও পলাশের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে অস্ত্র ও মাদক মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

কামাল হোসাইন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।