পটুয়াখালীতে অভ্যন্তরীণ নৌ-যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১০ জুন ২০১৮

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে ৬৫ ফুটের নিচে সকল ধরনের নৌ যান চলাচল বন্ধ ঘোষণা করেছে নদী বন্দর কর্তৃপক্ষ।

রোববার সকাল থেকে মেঘলা আকাশের পাশাপাশি ভারী বর্ষণের কারণে জেলার কর্মজীবী মানুষ কিছুটা ভোগান্তিতে পড়ে। তবে গত কয়েক দিনের তীব্র দাবদাহের পর এই বৃষ্টি সকলের কাছে স্বস্তি এনে দিয়েছে।

পটুয়াখালী নদী বন্দরের সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান জানান, নদী বন্দরের জন্য দুই নম্বর সংকেত বিদ্যমান থাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ঢাকা-পটুয়াখালী নৌ রুটের ডাবল ডেকার যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।