সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:২৮ এএম, ১১ জুন ২০১৮
ফাইল ছবি

সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহীন (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা, একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোর ৩টার দিকে পৌর এলাকার রায়পুর রেলওয়ে স্টেশনের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত শাহীন শেখ পৌর এলাকার মাদকপল্লী খ্যাত মাহমুদপুর মহল্লার মৃত বিশা শেখের ছেলে।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, রায়পুর রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে গোয়েন্দা পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময় হয়। এতে ঘটনাস্থলে শাহিন মারা যায় এবং তিন পুলিশ সদস্য আহত হয়।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি ও ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।