বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত হওয়ায় সিরাজগঞ্জে আনন্দ মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:১০ পিএম, ১১ জুন ২০১৮

গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা শাহীন শেখ নিহত হওয়ায় সিরাজগঞ্জে আনন্দ মিছিল করেছে স্থানীয়রা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহর ঘুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাদত হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ নেতৃত্বে আনন্দ মিছিলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

আনন্দ মিছিল থেকে মাদক ও মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান ও জেলা পুলিশকে সাধুবাদ জানানো হয়।

ইউসুফ দেওয়ান রাজু/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।