পাঁচবিবি সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ একজন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১১ জুন ২০১৮

জয়পুরহাটের পাঁচবিবি চেঁচড়া সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ সোহেল রানা (২৪) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার দুপুরে চেঁচড়া সীমান্ত দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের সময় তাকে আটক করা হয়। আটক সোহেল রানা পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

বিজিবির জয়পুরহাট অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক জানান, সোমবার দুপুরে চেঁচড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে চোরাকারবারী স্বর্ণের বার পাচার করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকা মূল্যের এক কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ সোহেল রানাকে আটক করা হয়।

রাশেদুজ্জামান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।