মাদক সম্রাটের বাড়িতে পুলিশের অভিযান, আসবাবপত্র জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১১ জুন ২০১৮

নীলফামারী সদরের চড়াইখোলার পশ্চিম কুচিয়ারমোড় পাঠানপাড়া গ্রামের মাদক সম্রাট ওয়াহেদ আলীর (৪৭) বাড়িতে অভিযান চালিয়ে আসবাবপত্র জব্দ করেছে পুলিশ।

সোমবার দুপুরে মাদক ওয়াহেদ আলীর বাড়িতে অভিযানে চালিয়ে টিভি, ফ্রিজ, খাট, আলমিরা, শোকেজ, ড্রেসিং টেবিলসহ যাবতীয় আসবাবপত্র জব্দ করা হয়।

সদর থানা পুলিশের ওসি বাবুল আকতার বলেন, মাদক ব্যবসায়ী ওয়াহেদ পলাতক রয়েছে। তাকে ধরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহেদ ওই গ্রামের মৃত সফর মামুদের ছেলে। মাদক বিক্রির অঢেল অর্থে সে বিশাল পাকা বাড়ি তৈরি করেছে। গ্রামের মানুষজন তার ওপর চরম ক্ষিপ্ত। গ্রামবাসীর দাবির প্রেক্ষিতে তাদেরকে সঙ্গে নিয়ে নীলফামারী থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

ওসি বাবুল আকতার জানান, গ্রামবাসী এ জন্য পুলিশকে সহযোগিতা করেছে। মাদক ব্যবসায়ী ওয়াহেদের বিরুদ্ধে নীলফামারী ও দিনাজপুর থানায় ১১টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। সোমবার দুপুরে মাদক ব্যবসায়ী ওয়াহেদের বাড়ির সব আসবাবপত্র জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

জাহেদুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।