পথচারীদের ইফতারেই প্রশান্তি যাদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:১১ পিএম, ১৩ জুন ২০১৮

কিছু তরুণের ইফতার নিয়ে অপেক্ষা চট্টগ্রামের বহদ্দারহাট, আগ্রাবাদ বা জিইসি মোড়ের এক পরিচিত দৃশ্য। ইফতারের আগ মুহূর্তে সেখানে জমে অসংখ্য মানুষের ভীড়। সবাইকে ইফতার করান ওই তরুণরা।

পুরো রমজান জুড়ে চলে এ আয়োজন। পথচারী কর্মজীবী মানুষ, যারা কাজের চাপে সময়মতো ঘরে ফিরতে পারেন না তাদের হাতে ইফতার পৌঁছে দিতেই এ আয়োজন। আর গত কয়েক বছর ধরেই এমন আয়োজন করে আসছেন নগরীর ওমর গণি এমইএস কলেজ ছাত্র সংসদের জিএস ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু।

তার এমন আয়োজনে প্রতিদিন ইফতার করছেন কয়েকশ মানুষ। বদ্দারহাট, দেওয়ান হাট, আগ্রাবাদ, কাঠগড়, চুনা ফ্যাক্টরি মোড়, এ.কে খান মোড়, জি.ই.সি মোড়সহ কয়েকটি এলাকায় কিছু তরুণ তারই নির্দেশনায় পালন করছেন স্বেচ্ছাসেবকের দায়িত্ব। রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কাজে অংশ নিতে পেরে খুশি তারাও।

ctg1

তাদেরই একজন মো. সাহেদ বলেন, আমরা বাচ্চু ভাইয়ের সহযোগিতায় প্রতি বছরই এমন আয়োজনে অংশ নিই। দিনশেষে রোজাদার মানুষদের মাঝে ঠিক সময়ে ইফতার তুলে দিতে পারলে ভালো লাগে। যখন তারা তৃপ্তি নিয়ে ইফতার করেন তখন খুবই ভালো লাগে।

নুরুল হুদা নামে এক রিকশাচালক বলেন, রমজানে বাড়তি আয়ের আশায় বাইরেই থাকতে হয়। পরিবার চাইলেও ইফতার করা হয়ে ওঠে না। তাই ইফতারের সময় আমাদের মতো নিম্ন আয়ের মানুষদের হাতে ইফতার তুলে দিচ্ছেন এসব তরুণরা।

রোজাদারদের খেদমতে আগামী বছরও এমন আয়োজন অব্যাহত থাকবে। পাশাপাশি এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানান আয়োজক আরশেদুল আলম বাচ্চু।

এই মহতী উদ্যোগের বিষয়ে তিনি বলেন, অনেকেই কাজের কারণে সময়মতো বাড়ি ফিরতে পারেন না। ঘরমুখো এসব মানুষ যেন সারাদিন রোজা রাখার পর সময় মতো ইফতার করতে পারেন সে উদ্দেশ্যেই এমন আয়োজন করছি।

আবদুল্লাহ রাকীব/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।