নড়াইলে ডাকাত দলের ৩ সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১৩ জুন ২০১৮

নড়াইলে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটকরা হলেন- মাগুরার শ্রীরামপুর গ্রামের জসিম বিশ্বাসের ছেলে উজ্জল বিশ্বাস, খুলনার ডুমুরিয়া থানার ঘুটুদিয়া গ্রামের ফারুক শেখের ছেলে রাব্বি শেখ, যশোরের কোতয়ালি থানার নিমতলী গ্রামের নিমচাঁদ মোল্যার ছেলে কালু মোল্যা।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মঙ্গলবার গভীর রাতে নড়াইল সদরের আউড়িয়া গ্রামের আলেয়া বেগমের বসত বাড়ির মেইন গেট ভেঙে ৮/১০ জনের একটি ডাকাত দল ঘরের মধ্যে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, ঘড়িসহ মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা পুলিশের সহায়তায় ওই তিন ডাকাতকে আটক করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মেহেদী হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

হাফিজুল নিলু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।