মেহেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৪ জুন ২০১৮

৩৬তম বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত ১৫ জন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষক এবং এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২৮৬ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়েছে। ‘আমরা সবাই এক হব, আলোকিত সমাজ গড়ব’ এই স্লোগানে মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ (মেসডা) বুধবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মাননার আয়োজন করে।

jagonews24অনুষ্ঠানে উদযাপন কমিটির আহ্বায়ক আক্তারুজ্জামান হিরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, জনতা ব্যাংকের প্রতিনিধি হুমায়ন কবির।

অনুষ্ঠানে সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, চিকিৎসার নামে বাংলাদেশ থেকে হাজার হাজার টাকা পাচার হয়ে যাচ্ছে। আমাদের দেশে ভালো চিকিৎসক নেই। ভালো কোনো হাসপাতাল নেই। ম্যানেজমেন্ট ইকোনমি অনেক দুর্বল। আজ যারা কৃতি শিক্ষার্থী তাদের জন্য বাংলাদেশে এক বিশাল সম্ভাবনা অপেক্ষা করছে।

jagonews24

এতে আরও বক্তব্য দেন উদযাপন কমিটির যুগ্ম-আহবায়ক মো.আক্তারুজ্জামান, সদস্য সচিব মশিউর রহমান, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচিত কাউন্সিলর জারাফাত ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় মেসডার সাবেক সভাপতি মুকুল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় মেসডার সাবেক সহ-সভাপতি এহসান মজিদ মোস্তাফা, ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী নুসরাত জাহান ঐশীসহ আরও অনেকে। সার্বিক দিক নির্দেশনায় ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ডা. জুয়েল রানা। 

jagonews24আসিফ ইকবাল/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।