সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে পানিবন্দি শতাধিক পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১৪ জুন ২০১৮

সাতক্ষীরার আশাশুনির বিছট এলাকায় প্রবল জোয়ারের চাপে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে একটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে শতাধিক মাছের ঘের ও ফসলি জমি। পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার।

বৃহস্পতিবার দুপুরে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের সরদার বাড়ির সামনে ৭/২ পোল্ডার সংলগ্ন এলাকায় খোলপেটুয়া নদীর তিনটি স্থানে প্রায় দেড়শ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

Satkhira

স্থানীয়রা জানান, আগে থেকেই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। প্রবল জোয়ারের চপে হঠাৎ করেই দুপুরে বাঁধটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। বেড়িবাঁধটি সংস্কার করা না হলে নতুন নতুন এলাকা প্লাবিত হবে।

আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আলমগীর আলম জানান, প্রায় ৬ মাস ধরে বাঁধটি ঝুঁকিপূর্ণ থাকলেও সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের গাফিলাতির কারণেই প্রতাপনগর ইউনিয়নবাসীর এই দুর্দশা। বাঁধটি সংস্কার করা না গেলে আনুলিয়া, নয়াখালী, বল্লপপুর, বাসুদেপুরসহ নতুন নতুন এলাকা প্লাবিত হবে।

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।